
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, তুচ্ছ ও অপ্রাসঙ্গিক অজুহাতে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হচ্ছে, যা “কোন একটি মহলের ইন্ধনে” সংঘটিত হচ্ছে বলে মনে হয়।
রোববার (৪ জানুয়ারি) জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, “মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রিটার্নিং অফিসারের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অতিমাত্রায় কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল মোটেও সমীচীন নয়।”
অধ্যাপক পরওয়ার সতর্ক করে বলেন, “এ ধরনের বাড়াবাড়ি চলতে থাকলে নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে, তা নিয়ে দেশের জনগণের মধ্যে বড় প্রশ্ন তৈরি হবে।” তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন তুচ্ছ অজুহাতে বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণা করা হোক। একই সঙ্গে তিনি সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার দাবি জানিয়েছেন।