
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (৩০ ডিসেম্বর) না ফেরার দেশে চলে গেছেন, সবাইকে শোকস্তব্ধ করে দিয়ে। জাতীয়তাবাদের মূল্যবোধে অনন্য এই নেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত দল-মত নির্বিশেষে দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাজ করে গিয়েছিলেন। তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পুরনো ছবি নতুন করে প্রকাশ পাচ্ছে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে সেই মুহূর্ত, যখন তিনি আওয়ামী লীগের এক বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন।
বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। পোস্টে তিনি ছবিটি শেয়ার করে লিখেছেন, "এই ছবির ইতিহাস নিশ্চয়ই সবাই ভুলে গেছেন।"
ওয়াহিদুজ্জামান আরও উল্লেখ করেছেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি তখনকার স্বৈরশাসক এরশাদের শাসনামলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে শেখ হাসিনার গাড়ি বহরে পুলিশের গুলিতে সরকারি হিসেবে ৯ জন, বেসরকারি হিসেবে ২৪ জন এবং আওয়ামী লীগের ওয়েব পেজ অনুযায়ী ৮০ জন নিহত হন। আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলাকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল বলে বর্ণনা করা হয়েছে।
তিনি লিখেছেন, এই হামলার প্রতিবাদে ঢাকায় শহীদ মিনারে ২৬ জানুয়ারি এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়, যা আওয়ামী লীগ ও তৎকালীন ৮ দলীয় জোটের উদ্যোগে হয়েছিল। সমাবেশে শেখ হাসিনা উপস্থিত না থাকলেও সবাইকে অবাক করে দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেখানে যোগ দেন। তিনি স্বৈরাচারী এরশাদ কর্তৃক পুলিশের গুলি ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলেরও নেতৃত্ব দেন।
বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক উল্লেখ করেছেন, যে ছবি বর্তমানে ভাইরাল হয়েছে, সেটি সেই ঐতিহাসিক মিছলের মুহূর্তের।