
ঢাকায় কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে ভারতের রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী এস.জয়শঙ্করের এবং পাকিস্তানের প্রতিনিধি হিসেবে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ঢাকায় আসেন।
বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির খবরে বলা হয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানের এক ফাঁকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সূত্রের বরাতে জিও টিভি জানায়, সাক্ষাৎকালে দুই নেতা করমর্দন করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে ঢাকায় আনার সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের দুই পাশে হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
খালেদা জিয়ার জানাজা ও সংশ্লিষ্ট আয়োজনে অংশ নিতে পাকিস্তানের আয়াজ সাদিক ও ভারতের এস জয়শঙ্করসহ বিভিন্ন দেশের বিশ্বনেতারা ঢাকায় উপস্থিত হন।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষের পর এই প্রথম নেতৃত্ব পর্যায়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ ধরনের সরাসরি সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।