
রাষ্ট্রের শীর্ষ রাজনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নেমেছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়, যেখানে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও।
বুধবার ৩১ ডিসেম্বর বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার মরদেহ নির্ধারিত স্থানে আনা হয়।
এই জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিক এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শুরুর প্রাক্কালে বিএনপি নেতা নজরুল ইসলাম খান খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত অবদানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।