
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই মানুষের সমাগম শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে স্লোগান দিতে দিতে মিছিল এসে একে একে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করছে।
শনিবার (সকাল সাড়ে ১০টা) সরেজমিনে দেখা যায়, মিছিলকারীরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’- সহ নানা স্লোগান দিচ্ছেন।
কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর টহল
শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ের সব প্রবেশপথে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্যদেরও বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে।
জানাজা ও দাফনের কর্মসূচি
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া তথ্যমতে, বাদ জোহর শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে।
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয় মরদেহ
গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।