
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী’র নামাজে জানাজা। বাদ জোহর অনুষ্ঠিতব্য এই জানাজায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে ভোগান্তি এড়াতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়কসমূহ একনজরে:
মিরপুর রোড থেকে ফার্মগেট: উত্তর দিক থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং হয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং এবং বিজয় সরণি দিয়ে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখে যাবে।
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): এই পথের যানবাহনগুলো খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে গণভবন অভিমুখে চলবে।
ধানমন্ডি ও আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট ও ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং এবং লেক রোড হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেট অভিমুখে যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আসা যানবাহনগুলো খেজুর বাগান ও উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড ও আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাবে।
বিশেষ সতর্কবার্তা: এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
নিরাপত্তা নির্দেশনা:
নিরাপত্তার স্বার্থে জানাজায় আগত মুসল্লিদের সাথে কোনো প্রকার ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। ২০ ডিসেম্বর শনিবার সকাল থেকেই এই নির্দেশনা কার্যকর থাকবে।