
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় চলন্ত একটি বাসে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদারাঘাট এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং স্বল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।