
বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ তৈরি করে ভারতসহ কয়েকটি এশীয় দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের পথ ধরেছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পর তাদের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদারকে সন্তুষ্ট করতে এবার ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকরের অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।
বুধবার ১০ ডিসেম্বর অনুমোদিত এই প্রস্তাব অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে গাড়ি, যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতসহ নানা পণ্যে বাড়তি শুল্ক দিতে হবে। যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই, প্রধানত ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া, তাদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে।
গণমাধ্যম বলছে, চীনের ওপর বছরের শুরুতেই অতিরিক্ত কর আরোপের পর এবার আরও বড় পরিসরে শুল্ক বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মেক্সিকো। আগামী বছর বিপুল পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়ই তাদের প্রধান লক্ষ্য। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম দেশীয় শিল্প উৎপাদন বাড়াতে এই নীতিকে অগ্রাধিকার দিচ্ছেন।
তবে বিশেষজ্ঞদের মূল্যায়ন, ক্লদিয়ার এই কৌশলের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা স্পষ্ট। ট্রাম্প সম্প্রতি মেক্সিকোকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি আরেকটি রাসায়নিক পণ্যে তিনি ২৫ শতাংশ কর চাপিয়েছেন এবং সপ্তাহের শুরুতে আরও ৫ শতাংশ বাড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি