
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিশেষায়িত এই বিমান- এ তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।
শুক্রবার (৫ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় যাত্রা স্থগিত হয়।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি জটিলতার কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তবে সব ঠিকঠাক থাকলে শনিবারই তা ঢাকায় আসবে। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে তার যাত্রা শুরু হবে।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত প্রস্তুতি তদারকি করতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকালেই বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রাজধানীতে পৌঁছান। সকাল পৌনে ১১টার দিকে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হন তিনি।
সেখানে কিছু সময় কাটানোর পর দুপুরে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডা. জুবাইদা। দুপুর ৩টার দিকে তিনি বাসায় পৌঁছান।