ইসলামী ব্যাংক-ইবনে সিনার মালিকানা জামায়াতের নয়: গোলাম পরওয়ার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের মালিকানাগত সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে ইসলামী ব্যাংক ও ইবনে সিনা গ্রুপের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আপত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপির এই দাবি আমাদের জন্য দুঃখজনক। এটার ঘোর আপত্তি জানাই। ইসলামি ব্যাংক, ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো মালিকানার সম্পর্ক নেই। তারা এটা বিতর্কিত করছে।”
তিনি আরও বলেন, “বিএনপিও অনেক বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করে। চাইলে আমরাও তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারতাম, কিন্তু আমরা তা করিনি।”
এর আগে গত ২৩ অক্টোবর বিএনপি সিইসির কাছে ৩৬ দফা প্রস্তাব জমা দেয়। সেখানে বলা হয়, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে কোনো রাজনৈতিক দলের মালিকানাধীন প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত নয়। প্রস্তাবে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনার নাম উল্লেখ করা হয়।
বিএনপির অভিযোগে আরও বলা হয়, ইসলামী ব্যাংক সম্প্রতি সারা দেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি বাতিল করেছে এবং শূন্যপদে দলীয় সমর্থকদের দ্রুত নিয়োগ দিচ্ছে বলে জনশ্রুতি রয়েছে।
তবে বিএনপির ওই প্রস্তাবনাকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে জামায়াত নির্বাচন কমিশনের কাছে পাল্টা ১৮ দফা প্রস্তাব জমা দিয়েছে।