
বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ‘মাইনাসে পারফর্ম’ করছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব। মানে শূন্যেরও কম। উনি মাইনাসে পারফর্ম করছেন।"
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে যারা সরকারের চাটুকারিতা করেন, তারা নতুন কিছু দেখতে পান না। কিন্তু মব হওয়া দৈনন্দিন ঘটনা। বছরে দুটি মব এবং ৩৬৫ দিনে ৩৮০টি মব এক নয়। সুতরাং তার মতে, স্বরাষ্ট্র উপদেষ্টা মাইনাস প্রাপ্য।
ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও মন্তব্য করেন যে, শেখ হাসিনার ১৫ বছরের শাসন এবং গত এক বছরের শাসনব্যবস্থার মধ্যে খুব একটা পার্থক্য নেই। তিনি বলেন, "যারা প্রধান উপদেষ্টাকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেন, তাদের ভাষায় হয় তিনি নির্লিপ্ত, দেশে কি হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কি না, সেটা নিয়ে তার কিছু যায় আসে না। অথবা তিনি বিষয়টিকে খুব খেলাচ্ছলে নিয়েছেন।"
রুমিন ফারহানা বলেন, দেশের ব্যবস্থাপনা কোনো খেলা বা টাইমপাসের বিষয় নয়। এটি ১৮ কোটি মানুষের ভাগ্যকে সরাসরি প্রভাবিত করে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা হয়তো বিদেশে থাকাকালীন সম্মানের সঙ্গে থাকবেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখানে জন্মেছে এবং জীবনের সমস্ত সময় পার করছে, তাদের জন্য তার কর্মকাণ্ড স্বস্তিদায়ক নয়।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশে থাকতে বেশি স্বস্তি বোধ করেন। ঠিক যেমন তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেশীয় গণমাধ্যমের তুলনায় বেশি স্বস্তি অনুভব করেন। রুমিন ফারহানা বলেন, "বাংলাদেশকে কতটা উনি ওন করেন এই প্রশ্নটা থেকে যায়। অনেক সময় উনার বিরুদ্ধে অনেক রকম সমালোচনা হয়েছে। মুক্তিযুদ্ধে উনি কী ভূমিকা নিয়েছিলেন বা সেই সময়ে দেশকে কতটুকু সহযোগিতা করেছিলেন, সেসব নিয়ে মানুষ অনেক সমালোচনা করেছেন।"
বিএনপির এই নেত্রী বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ছাড়া প্রধান উপদেষ্টার দেশব্যাপী জনসমর্থন নেই। তিনি আরও মন্তব্য করেন, উনি বাংলাদেশের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারতেন, কিন্তু সেই সুযোগটি হেলায় হারিয়েছেন।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।