
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি গণভোট আয়োজনকে নিয়ে ব্যয়ভার দেখাচ্ছে। তিনি বলেন, “৫ আগস্টের পর বিএনপির যে প্রার্থী চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটি গণভোট আয়োজন করা সম্ভব। এছাড়া ঢাকা মহানগর যুবদলের নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে, সেটাও যথেষ্ট একটি গণভোট করার জন্য।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে “জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আমরা শুনতে পাচ্ছি বিএনপি ও জামায়াতের মধ্যে একটি গোপন বোঝাপড়া হচ্ছে। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয়ে সরতে পারে, আর নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াত সরতে পারে—এ ধরনের একটি অভ্যন্তরীণ সমঝোতা চলছে।”
তিনি তুলনামূলকভাবে বললেন, “আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে তাদের মাথা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে নির্বাচন অবশ্যই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি যদি জুলাই সনদের আদেশ জারি করতে পারেন, তাহলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন।”
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন[email protected]ঠিকানায়।