নুরের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি


নুরের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, শুধু নুরুল হক নূরের ওপর নয়, এ ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের চেতনার ওপরও আঘাত।

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে। এতে কারও পদমর্যাদা বা প্রভাব কোনো কাজে আসবে না, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে।

বিবৃতিতে আরও জানানো হয়, নুরুল হক নূর এবং তার দলের আহত সদস্যদের চিকিৎসা তদারকির জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। এ সময়ে নুরুল হক নূর, তার সহকর্মী ও তাদের পরিবারের পাশে আছে পুরো জাতি।

অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে নুরুল হক নূরের অতীত ভূমিকার কথাও স্মরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে তিনি ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছিলেন। ছাত্রনেতা হিসেবে তরুণদের ঐক্যবদ্ধ করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে একত্র করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান নিয়েছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময়ও তিনি গ্রেপ্তার হয়ে হেফাজতে নির্যাতনের শিকার হন। তার সাহস ও আত্মত্যাগ স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক হয়ে আছে এবং তা জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে।

এই সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সংগ্রামের অর্জন রক্ষা, ষড়যন্ত্র প্রতিহত এবং গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

বিবৃতির শেষাংশে সরকার দৃঢ়ভাবে জানায়, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার কোনো প্রচেষ্টা জনগণ ও অন্তর্বর্তী সরকার মিলে প্রতিহত করবে। জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হবে, কোনো অশুভ শক্তি গণতন্ত্রের পথে অগ্রযাত্রা থামাতে পারবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×