বিএনপি প্রতিনিধি দলের সিইসির সঙ্গে বৈঠক


বিএনপি প্রতিনিধি দলের সিইসির সঙ্গে বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, “নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সময় চেয়েছিলাম, সিইসি সময় দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতির বিষয়গুলো জানব আমরা।”

প্রধান উপদেষ্টা এর আগে জানিয়েছেন, রমজানের আগে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে সিইসির কাছে পাঠানো হয়েছে।

সিইসি জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে, যা ভোটের দিন থেকে প্রায় দুই মাস আগে হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে শিগগিরই একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটেই বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×