এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে উসকানিমূলক মন্তব্য, যুবক গ্রেপ্তার


February 4 2025/IMG-greptar.jpg

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করায় খোরশেদ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোরশেদ ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার জানান, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনে রোববার নাটোরে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এদিন একটি ফেসবুক পেজে ওই কর্মসূচির প্রচারমূলক একটি লেখা পোস্ট করা হয়। পোস্টটির নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়– ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি।’ পরে বিষয়টি ডিবি পুলিশকে জানায় স্থানীয় এনসিপি।’

তিনি বলেন, ডিবি পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে- ‘এসকে শারমিন খোরশেদ আলম’ আইডিটি খোরশেদ আলমের। পরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।’

ওসি আরও জানান, বড়াইগ্রাম থানায় খোরশেদের বিরুদ্ধে দাঙ্গা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে উসকানি দেওয়ার মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×