পুলিশের কাছে অভিযোগ দিতে এসে গ্রেপ্তার হলেন আ.লীগ নেতা


belal-hosen-1747049862.webp

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগে দিতে আসা আওয়ামী-লীগ নেতা বেলাল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরের দিকে ধুনট থানায় এ ঘটনা ঘটে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত বেলাল হোসেন উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স শেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের জায়গা প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে দখল করে নিয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন  থানায় লিখিত অভিযোগ দিতে আসেন। থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে নাশকতা ৩টি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, বিএনপির কার্যালয় ও গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলার বাদী হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। মামলায় আওয়ামী লীগের তিনশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

 

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×