আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ: হাসনাত আবদুল্লাহ


avatar/Hasnat_20250509_164629088.jpg

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন করছেন ছাত্র-জনতা। সেখানে সমাবেশ থেকে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ।


শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দেন। পরে তিনি ছাত্র-জনতাকে নিয়ে শাহবাগের দিকে রওয়ানা দেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকার) কানে আমাদের আওয়াজ পৌঁছায় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

হাসনাত বলেন, বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ড থেকে নির্ধারিত হবে। বিদেশি কারো ইশারায় হবে না।

জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আওয়ামী লীগের মতো ভাইরাস নিয়ে আর একদিনও বাংলাদেশে থাকতে চাই না আমরা। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি শুনলাম, প্রধান উপদেষ্টা নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন। সবার ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আওয়ামী লীগ আসলে রাজনীতি করতে পারবে কি না এসব ব্যাপারে মুগ্ধ, আবু সাঈদসহ জুলাই আন্দোলনের সব আহত-নিহতের পরিবারের সঙ্গে বৈঠক করতে হবে। 

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পৌনে ৩টায় পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়। সমাবেশ জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×