নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে পশ্চিমা দালালদের দিয়ে: খেলাফত মহাসচিব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:১৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৫

‘নারী বিষয়ক সংস্কার কমিশনকে গঠন করা হয়েছে কিছু উচ্ছিষ্ট নাস্তিক ও পশ্চিমা দালালদের দিয়ে, যাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামোকে ধ্বংস করা।’
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে খেলাফত মজলিস মহাসচিব আহমদ আব্দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অভিন্ন পারিবারিক আইন, বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে সব ধর্মের নারীদের জন্য এক আইন চালুর প্রস্তাব দিয়েছে তারা। এটা সরাসরি কোরআন-সুন্নাহর বিরুদ্ধে এবং মুসলমানদের বিশ্বাসের উপর নগ্ন আঘাত। আমরা এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ড কখনো মেনে নেব না। এই দেশে ৯০ শতাংশের বেশি মানুষ মুসলমান। তাদের ধর্মীয় অনুভূতির প্রতি কোনো শ্রদ্ধা না রেখেই কমিশন প্রস্তাব করেছে যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়ার। এটা শুধু ইসলামবিরোধী নয় বরং সমাজে অবাধ যৌনতা ও নৈতিক অবক্ষয় ছড়ানোর কৌশল। যৌনকর্মীদের আইনি স্বীকৃতি মানে এই পেশাকে উৎসাহ দেওয়া, যা কোনো ধর্মপ্রাণ দেশের নাগরিকই মেনে নেবে না।’
উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা৷ মিছিল পল্টন মোড় ঘুরে উত্তর গেটে এসে শেষ হয়৷ এর আগে নামাজ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ভারতের আগ্রাসন বন্ধে কূটনৈতিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান৷ এছাড়া সমাবেশ থেকে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলসহ ইসলাম বিদ্বেশী যেকোন প্রস্তাব বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।