নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে : ফারুক


MARCH NAEEM 2ND/zainul ure.jpg

নির্বাচন বিলম্বকারীদের রুখের দেওয়ার শক্তি আমাদের আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ শতাংশ মানুষ কষ্ট সহ্য করেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভালো আছেন, তারেক রহমান ভালো আছেন। আমাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করছে। যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, সেই নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে। কিন্তু আমরা চাই না ডক্টর ইউনূসের বিরুদ্ধে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদের আরও সুযোগ করে দেই। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু নাটেরগুরু এখনো বসে আছে। তাদের হাতকে আরো শক্তিশালী করার দরকার নেই। 

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ফেব্রুয়ারি, জুলাই যে মাসেই নির্বাচন দেন একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×