ধর্ষকদের ফাঁসির দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন


March 2025/Women Jamaat.jpg

ধর্ষণের মামলায় ফাঁসির সাজা নির্ধারণসহ নারী ও শিশু নিপীড়ন রোধে পাঁচ দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এ দাবিতে শনিবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা। জামায়াতের হাজারখানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষণের বিচারের দাবিতে স্লোগান দেন।

ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের নারী নেতাকর্মীদের এত দিন সভা, সমাবেশ, মিছিলের মতো প্রকাশ্য কর্মসূচির দেখা যায়নি। নারীরা বাড়ি বাড়ি গিয়ে দলীয় বার্তা পৌঁছাতেন। ৫ আগস্টের পরও নারী নেতাকর্মীরা ছিলেন আড়ালে। তবে সপ্তাহখানেক আগে থেকে নারী নেতাকর্মীদের সামনে আনতে শুরু করেছে জামায়াত। প্রথম বারের মতো রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্য কর্মসূচি করছেন নারীরা।

শনিবার জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন থেকে স্লোগান দেওয়া হয়, ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও', ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি দিবি, দিতে হবে’।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরন্নিসা সিদ্দিকা বলেন, ‘মাগুরার শিশু আছিয়া হত্যার মামলার রায় এক সাপ্তাহের মধ্যে দিতে হবে। আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। ধর্ষণের একমাত্র সাজা হবে ফাঁসি। ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ায় সমাজ থেকে ধর্ষণ দূর করা যায়নি। ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তির ঘোষণার বাস্তবায়ন চাই।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় ধর্ষণের বিস্তার হয়েছে সমাজে। অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন থাকলেও, পাঁচ দাবি বাস্তবায়ন না করলে নারী সমাজকে কঠোর আন্দোলনে যেতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নাজমুন্নাহার নীল, মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান ও মার্জিয়া বেগম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×