রিজভী-পরওয়ারসহ সাতজনের ১০ দিনের রিমান্ড চায় ডিবি


রিজভী-পরওয়ারসহ সাতজনের ১০ দিনের রিমান্ড চায় ডিবি

কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৭ জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি।

রিমান্ড চাওয়া অন্য আসামিরা হলেন, বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপি নেতা এম এ সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও বিএনপি নেতা মাহমুদুস সালেহীন।

বৃহস্পতিবার (১ আগস্ট) ৫ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে আনা হয়। এসময় আসামিদের মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। 

এর আগে কোটা আন্দোলনের সময় রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় গত ২৮ জুলাই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×