
জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার চূড়ান্ত প্রতিবেদনে সাব-কমিটির সুপারিশ প্রতিফলন না হওয়ায় পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে অনুষ্ঠিত জরুরি প্রেস ব্রিফিংয়ে নিজেই এই ঘোষণা দেন মাকছুদুর রহমান।
তিনি বলেন, “বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের জন্য চার সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। আমরা মোট ৩৩টি প্রস্তাবনা কমিশনে দিই। কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়নি, এজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
মাকছুদুর রহমান আরও যোগ করেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নের জন্য উপ-কমিটির প্রস্তাবনাগুলোকে গুরুত্ব দিয়ে গ্রহণ করতে সরকার ও কমিশনকে আহ্বান জানান।