
আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি সীমানা পুনর্নির্ধারণ অনুযায়ী করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, সাথিয়া উপজেলা পাবনা-১ আসনের অংশ হিসেবে গণ্য হবে এবং সুজানগর ও বেড়া উপজেলা পাবনা-২ আসনের অন্তর্ভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের গেজেটে যে নির্দেশনা অনুযায়ী পাবনা-১ থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে তা পাবনা-২ তে যুক্ত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করা রায় স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। এই আদেশ ১৫ জানুয়ারি বৃহস্পতিবার প্রদান করা হয়।