
গত সপ্তাহের তুলনায় রাজধানী ঢাকায় শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের বিভিন্ন সময়ে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও রাজধানীতে আপাতত তীব্র শীত ফিরে আসার ইঙ্গিত নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, গতকাল বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি, যা শুষ্ক আবহাওয়ার ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
সারাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে পারে, যার প্রভাবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। সকালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কিছুটা কম থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।