
রাজশাহীতে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের গণভোট ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কতটা স্বাধীনভাবে কাজ করবে; এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে গৃহীত হবে। এ কারণে তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সোমবার (১২ জানুয়ারি) রাজশাহী নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে রাজশাহী বিভাগের ইমামদের জন্য আয়োজিত সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মিলিয়ে গণভোট প্রচার এবং ভোটারদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করেছিল।