
ঢাকায় পৌঁছানোর পর খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার, ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছান তিনি এবং তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অনুভূতি ব্যক্ত করেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, "বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী।"
তিনি আরও যোগ করেন, "আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।"
সূত্র জানায়, চলতি সপ্তাহের মধ্যে ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে ঢাকায় তাঁর দায়িত্ব শুরু করবেন। আগামী দুই দিন তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রচর অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র জমা দেবেন তিনি।
এর আগে, ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। শপথবাক্য পাঠ করান দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস। এরপর ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।