
সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতায় প্রাণ হারানোদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিশ্চিত করেছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, চলমান অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর প্রেক্ষাপটেই এই শোক পালন করা হবে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের প্রতি সম্মান জানাতে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরাও শোক পালন করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের ধারাবাহিকতায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণেই এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানি জনগণ প্রত্যক্ষ করেছে তাদের জনগণ, বসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত নৃশংস সহিংসতা, যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।’
এই সহিংস ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে ইরান সরকার দাবি করেছে, এর পেছনে যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানানো হয়। সরকার আরও জানায়, সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দেশে জনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখা হবে।