
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।” তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং বিজিবিও প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলছে। প্রতিদিন দু-একটি করে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো কোনো দিন পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তলও জব্দ করা হচ্ছে।”
নির্বাচন বানচালের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ফ্যাসিস্টরা নির্বাচন ভন্ডুল করতে বোমা হামলার চেষ্টা চালাতে পারে।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।”
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে।” এ ক্ষেত্রে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।