ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ এবং খ্যাতনামা ফ্যাশন সাংবাদিক মেহের ক্যাস্টেলিনো ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রদূত হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও স্বপ্ন প্রকাশের পথ প্রশস্ত করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) মেহেরের মৃত্যুর খবর মিস ইন্ডিয়া অর্গানাইজেশন ইনস্টাগ্রামে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে।
বিবৃতিতে তাকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, “দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড স্থাপন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভীকভাবে স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দিয়েছিলেন।”
বিবৃতিতে শোক প্রকাশ করে আরও বলা হয়েছে, “মেহের ক্যাস্টেলিনোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪-এর প্রথম বিজয়ী ছিলেন তিনি। সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড তৈরি করেছেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভয়ে স্বপ্ন দেখার ভিত্তি গড়েছেন। প্রকৃত অর্থেই একজন অগ্রদূত তিনি। তার উত্তরাধিকার বেঁচে আছে তার সেই সব যাত্রার মধ্যে যা তিনি সম্ভব করেছিলেন।”
পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তার উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল থাকুক।”
মেহের ‘মিস ইউনিভার্স’ এবং ‘মিস ইউনাইটেড নেশনস’-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ২ হাজারের বেশি ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন এবং সময়ের সঙ্গে ভারতীয় নারীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন।