
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা প্রাঙ্গণে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীদারদের ব্রিফিং শুরু করেছেন।
দুপুর আড়াইটার পর বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি পদ্মা ভবনে প্রবেশ করতে শুরু করেন। এখনও কিছু মিশনের প্রতিনিধিরা ব্রিফিংয়ে যোগ দিচ্ছেন।
সংযুক্ত সূত্র জানিয়েছে, এই ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করবেন। এছাড়া, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে দেওয়া অঙ্গীকারও তুলে ধরা হতে পারে।
ঢাকার এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ব্রিফিংয়ে সরকারের প্রস্তাবিত পদক্ষেপ এবং নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা বিষয়েও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।