
ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি ডিবির মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা করা হয়েছিল, তা এখন ডিবির তত্ত্বাবধানে নিয়ে তদন্ত করা হবে। ডিবি মতিঝিল বিভাগ মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, রোববার রাতে ওসমান হাদির ওপর গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা (মামলা নং–১৯) দায়ের করা হয়। সোমবার মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার এজাহারে একজনকে আসামি করা হয়েছে।