
কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার পুরনো রাষ্ট্রব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, যা ব্যবহার করে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনার দায়ে আসিফ নজরুল ও অধ্যাপক ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ভাব বৈঠকি ও গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হাদিকে গুলি করার চেষ্টা ৮ আগস্টের পর শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা টিকিয়ে রাখার ফল। এটি কাউকে নিরাপদ রাখবে না।”
ফরহাদ মজহার আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা ও আসিফ নজরুল পদত্যাগ করলেও ‘হাসিনাহীন হাসিনা’ ব্যবস্থা চলতে থাকবে। মূলত একটি শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন।”
তিনি উল্লেখ করেন, “শরিফ ওসমান হাদি একমাত্র টার্গেট নয়। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল তরুণ যারা বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ছিল, হাদিকে গুলি করার মাধ্যমে তারা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর দ্বারা।”
ফরহাদ মজহার বলেন, “৮ আগস্ট শপথ গ্রহণের পরই আমরা সতর্ক করেছিলাম, এর ফলে বাংলাদেশ চরম বিশৃঙ্খলার মধ্যে পড়বে। হাদিকে হত্যাচেষ্টাই তার প্রথম নমুনা।”
তিনি আরও বলেন, “সংবিধানের কথা বলে ‘হাসিনাহীন হাসিনাব্যবস্থা’ কায়েম করা হয়েছে। বর্তমান উপদেষ্টা সরকার সেনাবাহিনীর সমর্থনে টিকে আছে। এই সরকারের কোনো নৈতিক, আইনি বা রাজনৈতিক ভিত্তি নেই। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগও স্বাধীন নয়। যদি এই গণ অভ্যুত্থানের সৈনিকদের ওপর আঘাত আসে, বিচার বিভাগ তার দায় বহন করবে।”