.png)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একযোগে ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তাঁর রেকর্ড করা ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার শুরু হয়।
ভাষণ রেকর্ড করা হয় বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। এর আগে সিইসি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
তার আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সিইসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, “আসন্ন নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদলে বা বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠ পর্যায়ে বিচারকদের প্রয়োজন হবে। এজন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চাওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা বিচার বিভাগের সহযোগিতা চেয়েছি। মাননীয় প্রধান বিচারপতি আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। বিপুল সংখ্যক ভোটারের জন্য নির্বাচন কমিশন ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এছাড়া সময় বাঁচাতে প্রতিটি কক্ষে দুটি গোপন বুথ স্থাপন করা হয়েছে।