
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে— এমন দৃঢ় অবস্থান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, “মব ভায়োলেন্স এখন আর নেই। আগে ছিল, তা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “ক্ষমতায় রাজনৈতিক দলগুলোরই অবস্থান থাকবে। নির্বাচনের মাধ্যমে তারাই পুনরায় ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্রই হচ্ছে সবচেয়ে শক্ত ভিত্তি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ বিষয়ে কোনো সন্দেহ বা আশঙ্কা নেই। সারাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, সব দলই প্রার্থী ঘোষণা করেছে, মিছিল-মিটিং করছে।”
প্রেস সচিব জানান, অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।
ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন গুজব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এটি পতিত সরকারের প্রচারণা। যারা পতিত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারাই এই ভুয়া কথা ছড়াচ্ছে। কিছু গণমাধ্যমও সেই অপপ্রচারে যুক্ত হয়েছে।”
মফস্বল সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, “বড় বড় মিডিয়ার মালিক বা সম্পাদকরা সেমিনারে এসে অনেক বড় কথা বলেন, কিন্তু জেলা পর্যায়ের সাংবাদিকদের কোনো অর্থ দেন না। কার্ড দিয়ে ‘করে খাও’ বলেই দায়িত্ব শেষ করেন। তবে সম্প্রতি সাংবাদিক ইউনিয়ন ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জোরদার করেছে।”