
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে কোনো “নোট অব ডিসেন্ট” থাকবে না। তিনি বলেন, “আমাদের যা নিয়ে ঐক্যমত হয়েছে, বাকিটা নির্ধারণ করবে জনগণ। জনগণ যা বলবে, তাই বাস্তবায়িত হবে।”
শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”
তিনি জানান, আসন্ন নির্বাচনে গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত সবাইকে পার্লামেন্টে থাকা প্রয়োজন। সেই সংসদ থেকেই গঠিত হবে সংস্কার পরিষদ, যা নতুন সংবিধান প্রণয়নের জন্য কাজ করবে।
নাহিদ ইসলাম বলেন, “যারা শিক্ষক, তাদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করব।”
আগামী দিনের সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মিলে জুলাই সনদের পথ বাস্তবায়ন করব। তার আগে অবশ্যই আমাদের এখনকার দাবি— গণভোট। জুলাই সনদের এই আদেশটি ড. মোহাম্মদ ইউনূসকে দিতে হবে।”
অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। ফোরামের সদস্য সচিব ছিলেন অধ্যাপক শামীম হামিদী।