
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধানে এমন কোনও বাধা নেই যা তাকে বর্তমান পদে থেকেই নির্বাচনে অংশ নিতে নিষেধ করে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের শুনানি শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায় একটি মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন সেভাবেই আইন হবে। জনগণই দেশ চালাবেন।”
শুনানির সময় রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থাপনাকালে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে গভীর আঘাত হেনেছে।” তার মতে, এই সিদ্ধান্তে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমাজব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, “এতে মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ করে দেয়া হয়েছে।”
এর আগের দিন, বুধবার, মো. আসাদুজ্জামান ঘোষণা দিয়েছিলেন যে তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তিনি জানান, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে ঘোষণার একদিনের মধ্যেই তিনি ইঙ্গিত দিলেন, চাইলে পদে থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন।