
বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের গুরুতর অভিযোগ। তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারদের সাহস নিয়ে সামনে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, “জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক হিসেবে নয়, যে কোনো নারী ক্রীড়াবিদ বা খেলোয়াড়ের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, এই অভিযোগগুলো খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত। তামিম লিখেছেন, “বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, বটে। তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পর্যায়ে একটি স্বাধীন কমিটি থাকা উচিত, যাতে বিসিবির কেউ সংশ্লিষ্ট না থাকেন এবং কোনো পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত। দোষী যাঁই হোক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”
কিছুদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়ে অভিযোগ তুলে বিসিবি তা উড়িয়ে দিয়েছে। তামিম মনে করেন, দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার এমন আচরণ কাম্য নয়। তিনি বলেন, “একজন ক্রিকেটার যখন দল নিয়ে গুরুতর অভিযোগ করেন, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করে দ্রুত উড়িয়ে দেওয়া কখনোই ঠিক নয়।”
হেনস্তার শিকার নারী ক্রিকেটারদের সাহস নিয়ে সামনে আসার আহ্বান জানিয়ে তামিম লিখেছেন, “যারা বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন, সরাসরি বা ইঙ্গিত দিয়ে, সবাই মুখ খুলবেন। দেশের ক্রিকেট এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। আপনাদের পাশে আমরা থাকব।”
তিনি সতর্ক করেছেন, অভিযোগের যথাযথ ব্যবস্থা না হলে ভবিষ্যতে কোনো নারী ক্রিকেটার খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে ভয় পাবে।
এর আগে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেছেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, “উনি আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বললেন—‘তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।’”
জাহানারা অভিযোগ করেন, বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।”