কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি


কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কক্সবাজারের আকাশপথে যাতায়াতে নতুন এক অধ্যায় শুরু হলো। সরকার এবার পর্যটন নগরী কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করেছে। ১৩ অক্টোবর সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত। এতে উল্লেখ করা হয়, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাবরুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এই ঘোষণার মাধ্যমে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা এখন দাঁড়ালো চারটিতে।

উল্লেখ্য, ২০২১ সালেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার। সেই সময় থেকেই রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবনের নির্মাণ এবং ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার সক্ষমতা তৈরির কাজ শুরু হয়।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারকে ইন্দোনেশিয়ার বালির আদলে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করার উদ্যোগ চলছে। বাংলাদেশ পর্যটন বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজার শুধু জাতীয় পর্যায়েই নয়, আঞ্চলিক পর্যটনের কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×