যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি


যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্সে ঘটেছে এই দুর্ধর্ষ চুরি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দু’জন বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কাটে এবং বিপুল পরিমাণ স্বর্ণ লুটে নিয়ে যায়।

দোকানের মালিক জানিয়েছেন, দোকানে ৪০০ ভরির স্বর্ণালংকার এবং ১০০ ভরির বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়াও প্রায় ৪০ হাজার টাকার নগদও ছিল, যা চোররা লুটে নিয়ে গেছে। তিনি বলেন, “বুধবার রাত ৯টায় দোকান বন্ধ করে আমি বাসায় চলে যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি সবকিছু উধাও।”

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×