ফেসবুকে প্রচারিত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪৪ পিএম, ০১ অক্টোবর ২০২৫

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নামে একটি ফটোকার্ডে জামিন সম্পর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সত্য নয়।
বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোকার্ডে উল্লেখিত গ্রেপ্তারকৃত বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয় এ ধরনের মন্তব্য আইজিপি করেননি।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আইজিপির বক্তব্যকে বিকৃতভাবে তুলে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এই অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন।