১৮ মাসে এসেছে প্রায় দেড় লাখ রোহিঙ্গা, বেড়েছে আঞ্চলিক উত্তেজনা: প্রধান উপদেষ্টা


১৮ মাসে এসেছে প্রায় দেড় লাখ রোহিঙ্গা, বেড়েছে আঞ্চলিক উত্তেজনা: প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকটকে ঘিরে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার জেনেভায় সংস্থার সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা সংকটের বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতি, বাংলাদেশের কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা।

অধ্যাপক ইউনূস বৈঠকে জানান, গত দেড় বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে আগের ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা ইস্যুতে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করবে। উল্লেখযোগ্য, শুধুমাত্র রোহিঙ্গা সংকটকে ঘিরেই এবার প্রথমবারের মতো এমন সম্মেলন আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই সম্মেলন বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য জরুরি তহবিল সংগ্রহে আন্তর্জাতিক সমর্থন জোগাতে কার্যকর ভূমিকা রাখবে।

ইউএনএইচসিআর প্রধান গ্রান্ডি সম্প্রতি কক্সবাজারে আয়োজিত চারদিনব্যাপী আঞ্চলিক সম্মেলনের প্রশংসা করেন, যেখানে প্রথমবারের মতো রোহিঙ্গা নেতারা সরাসরি আলোচনায় অংশ নেন। তিনি বাংলাদেশকে আহ্বান জানান, বিশেষ করে বৈশ্বিক শক্তিধর দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি করে সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ইউএনএইচসিআর প্রধানকে জানান, বর্তমানে রোহিঙ্গাদের যাচাই-বাছাই কার্যক্রম চলছে এবং এ পর্যন্ত প্রায় ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গার শনাক্তকরণ সম্পন্ন হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×