জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:০৫ এম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট, প্যারিসের মেয়র অ্যান হিদালগো এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে ড. ইউনূসের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে তারা অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এই সময় ড. ইউনূস জানান, “আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতি রয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মাঠে উপস্থিত থাকবেন।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, বাংলাদেশের অভিবাসীরা তার নিজ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ভাষা শহীদ দিবস উপলক্ষে একটি স্মরণানুষ্ঠানে অংশ নেওয়ার স্মৃতিচারণও করেন।
পরে ড. ইউনূস নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন। রানি ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিশেষ অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈঠকে গ্লোবাল সাউথসহ বিশ্বব্যাপী স্বাস্থ্য বীমার সম্প্রসারণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
তারা আর্থিক ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতি, যেমন জীবন ও স্বাস্থ্য বীমা, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং পেনশন স্কিম নিয়ে মতবিনিময় করেন এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ড. ইউনূস বলেন, “সামাজিক ব্যবসায়িক ওষুধ প্রস্তুতকারকদের দ্বারা উৎপাদিত টিকা সাশ্রয়ী মূল্যের থাকবে।” বৈঠকে তিনি রানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে নেদারল্যান্ডসের রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি ড. ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এতে বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।