উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি


উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি

এ বছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ আশ্বাস দেন। সভায় পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সাজ্জাত আলী বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পূর্বের মতোই সবার সম্মিলিত সহযোগিতায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও অনুকূল পরিবেশে অনুষ্ঠিত হবে।”

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ পূজা উপলক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এ বছর রাজধানীর ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আলাদা ট্রাফিক ব্যবস্থাপনাও করা হবে। প্রতিমা বিসর্জনের দিনও কড়া নিরাপত্তা থাকবে।

অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দেন। একইসঙ্গে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। এজন্য সিসি ক্যামেরা স্থাপনসহ প্রযুক্তিনির্ভর নিরাপত্তা জোরদার করতে হবে। এছাড়া পূজার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশন মঠসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা ডিএমপির নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×