সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসছে ইসি


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সঙ্গে একটি মতবিনিময় সভা আয়োজন করছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সভায় নির্বাচন কমিশনারদের সঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আশাদুল হক বলেন, “বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে আরএফইডির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।”

আরএফইডির সভাপতি কাজী জেবেল জানান, সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, “আমি এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সকল নেতা ও সদস্য উপস্থিত থাকব।”

আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, “আমরা সাংবাদিকবান্ধব একটি নীতিমালা প্রণয়নের চেষ্টা করছি। মতবিনিময় সভায় এটিকে জোরালোভাবে কমিশনের কাছে উপস্থাপন করব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×