প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা


প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা

বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রাজধানীর রেলভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ জন প্রতিনিধি অংশ নেন।

অন্যদিকে শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, তাদের দাবির সুনির্দিষ্ট সমাধান না পাওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ তুলে নেবেন না।

এর আগে দুপুরে সরকার আট সদস্যের একটি কমিটি গঠন করে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ দেওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের নতুন পাঁচ দফা দাবি

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর “বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলা”র দায় স্বীকার করে আন্দোলনকারীদের সামনে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

২. আগের ঘোষিত কমিটি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত মেনে নিতে হবে এবং উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে তাৎক্ষণিকভাবে এর নিশ্চয়তা দিতে হবে।

৩. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব খরচ সরকারকে বহন করতে হবে। এছাড়া চলমান আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুলিশ দিয়ে আর কোনো হামলা চালানো যাবে না।

৪. শিক্ষার্থী রোকন ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

৫. আন্দোলনে হামলার দায়ে দায়ী ডিসি মাসুদকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

এর আগে, প্রকৌশলী অধিকার আন্দোলন নামের প্ল্যাটফর্মের উদ্যোগে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তাদের অভিযোগ ছিল, নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ দিয়ে বিএসসি ডিগ্রিধারীদের বঞ্চিত করা হচ্ছে। এতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।

তিন দফা দাবিকে সামনে রেখে বুধবার (২৭ আগস্ট) “লং মার্চ টু ঢাকা” কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের আগের তিন দফা দাবি

১. ইঞ্জিনিয়ারিংয়ের নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য সবাইকে সমানভাবে পরীক্ষা দিতে হবে এবং বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো কোটার মাধ্যমে সমমানের পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে বিএসসি ও ডিপ্লোমাধারী উভয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।

৩. যারা বিএসসি ডিগ্রি ছাড়া নিজেদের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×