নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন


নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়।

তবে বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় অংশ নিতে পারেননি। ইসি সচিবও রয়েছেন জাপান সফরে।

বৈঠক শুরুর সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, কর্মপরিকল্পনার নানা বিষয় নিয়ে আলোচনায় বসা হয়েছে। যেহেতু বিষয়গুলো অনেক বিস্তৃত, তাই একদিনে সব আলোচনা শেষ না-ও হতে পারে। সেক্ষেত্রে আলোচনার সময় বাড়িয়ে রোববার বা সোমবার পর্যন্ত যেতে হতে পারে।

তিনি বলেন, কমিশনের অভ্যন্তরীণ আলোচনার পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শেয়ার করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×