১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি


১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত “জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫” ইতোমধ্যে কমিশনের অনুমোদন পেয়েছে এবং গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী, ভোটগ্রহণের কমপক্ষে ২৫ দিন আগে গেজেটে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ বাধ্যতামূলক।

ইসি জানায়, নির্বাচনী নীতিমালার আলোকে প্রথমে এলাকাভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ওই খসড়ার ওপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে এবং নীতিমালা অনুযায়ী তা নিষ্পত্তির পর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী

  • ১০ সেপ্টেম্বর: খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর: দাবি-আপত্তি গ্রহণের শেষ দিন
  • ১২ অক্টোবর: প্রাপ্ত দাবি-আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ
  • ২০ অক্টোবর: সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করে খসড়া ও সম্ভাব্য চূড়ান্ত তালিকার সংখ্যাগত তথ্য (সফটকপিসহ) নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×