ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা


ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা

জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে সরে দাঁড়াবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের পরিকল্পনা অনুযায়ী সব ধাপই ফেব্রুয়ারিকে সামনে রেখেই সাজানো হয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা তখন দায়িত্ব থেকে বিদায় নেব।

রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কথা বলে। এটা আসলে একটি রাজনৈতিক প্রক্রিয়া। বাংলাদেশে ট্রেডিশনালি এমনই হয়ে এসেছে, এখনো একইভাবে চলছে। কথাবার্তায় খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় কে কী বলছে, সেটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।”

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো ধরনের দ্বিধা নেই। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণা থেকে আমরা একচুলও সরে আসব না, বলেন আইন উপদেষ্টা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×