কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান


কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান

শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) তথ্য অধিদফতরের এক বিবরণীতে জানানো হয়, তিনি এই দিন উপলক্ষে এক বাণীতে বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন এবং সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবসময় অপ্রাপ্য শক্তির বিরুদ্ধে লড়েছেন। তাঁর দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সবার জন্য গভীর অনুপ্রেরণার উৎস।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অন্যতম অনন্য বৈশিষ্ট্য। এই দেশের মানুষ প্রাচীনকাল থেকে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারও এই সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রতিশ্রুতিবদ্ধ।

ড. ইউনূস সবার প্রতি আহ্বান জানান, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বিশ্বাস করেন, শ্রীকৃষ্ণের শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর, বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×