মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, স্বাক্ষর হবে ৫ সমঝোতা স্মারক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৩২ এম, ১০ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। এই সফরে প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ পাঁচটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই দেশের ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনটি নোট এক্সচেঞ্জও হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ ও বিদ্যমান সংকট প্রধান উপদেষ্টার আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে। দুই দেশের সরকারপ্রধানের ব্যক্তিগত সম্পর্ককে দেশের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করবেন তিনি।
মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল কার্যক্রম। পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠক শেষে তারা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন। দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. ইউনূসের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে ড. ইউনূস একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন এবং বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতের নৈশভোজে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী ও আমলারা উপস্থিত থাকবেন। সফরের বিশেষ মুহূর্ত হিসেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন, যা উপলক্ষে বিশ্ববিদ্যালয়টি বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে।